পদক্ষেপ ১ঃ প্রথমে সোপ দিয়ে স্কিনটাকে ধুয়ে নিতে হবে। তারপর কটন প্যাডের সাহায্য টোনার স্কিনে এপ্লাই করতে হবে। টোনার স্কিনে শুকিয়ে গেলে ফেসে ২-৩ ফোটা সিরামটা এপ্লাই করতে হবে। এইবার ক্রিমটি ত্বকে যতটুকু প্রয়োজন ততক্ষণ ম্যাসাজ করুন। বিশেষ করে গোসলের পরে ক্রিমটি ব্যবহার করা ভাল।