ত্বকের যত্নে আমরা কত কি করি ! কিন্তু এসবের মাঝে সবথেকে বেশি ধাপটি এড়িয়ে যাই, বা জানিনা সেটা হচ্ছে টোনিং । টোনার ত্বকের ভেতরে জমে থাকা ময়লা গভীরভাবে দূর করে । ত্বককে পরিপূর্ণ সুরক্ষা দিতে টোনারের বিকল্প নেই । আজকে আমরা কথা বলব Simple Soothing Facial Toner নিয়ে ।

টোনিং কি?

আপনি মুখ পরিষ্কার করার পরেও যে মুখ সম্পূর্ণ পরিষ্কার হয়েছে কিনা, বা মুখে থাকা পোরস গুলো ওপেন হয়েছে কিনা তা কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেও বোঝা যায়না । আর এই পরিষ্কার হওয়া মুখ আরো ফ্রেশ করার জন্য মুখে যে টোনার ব্যবহার করা হয় তাকেই টোনিং বলে ।  

টোনিং কেন করবেন?

ত্বকে টোনিং করলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয় সাথে , ওপেন পোরসের সমস্যা ঠিক করা সহ ত্বক হয়ে যায় আরো দীপ্ত ও লাবণ্যময় । টোনার সব ত্বকের জন্যই খুব গুরুত্বপূর্ণ। 

Simple Soothing Facial Toner কি ?

Simple Soothing Facial Toner একটি হার্শ কেমিক্যাল মুক্ত, কৃত্রিম রঙ মুক্ত একটি টোনার । এটি অয়েলি স্কিন এবং সেনসিটিভ ত্বকের জন্য খুবই ভাল কাজ করে ।

উপকারিতা – 

•  ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। 

•  পিম্পল মুক্ত রাখে।

•  সারাদিন ময়েশ্চারাইজার রাখে।

•  ত্বক উজ্জ্বল রাখে ।

•  লাবণ্যময় করে ।

•  পোরস বা রোমকূপ ছোট করতে সাহায্য করে ।

•  ত্বক রিফ্রেশ রাখে । 

কিভাবে ব্যবহার করে – 

•  মুখ ভালোভাবে কোন ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন । 

•  পরিষ্কার শুকনো মুখে অ্যাপ্লাই করুন ।

•  টোনার অ্যাপ্লাইয়ের পরে মুখ ধোবেন না । 

Simple Soothing Facial Toner এর  Price - Simple Soothing Facial Toner ৬০০ থেকে ৭০০ টাকার ভেতর পেয়ে যাবেন । 

আশা করি ত্বকের যত্ন আরো ভালোভাবে নিতে আজকের আর্টিকেলটি আপনাদের সাহায্য করবে । ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং যেকোন শপ থেকে ভুলভাল পণ্য না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারেন rumjumbd থেকে ।