যদি বলা হয় রূপচর্চায় মেয়েদের সবথেকে পছন্দের প্রাকৃতিক উপাদান কি ? নিঃসন্দেহে প্রত্যেকে বলবে অ্যালোভেরা । অ্যালোভেরা এমন একটি প্রাকৃতিক উপাদান যার পার্শ্ব প্রতিক্রিয়া তো বলতে গেলে নেই, আছে কেবল গুণ ; হোক সেটা ভেষজ গুণ অথবা ঔষধি গুণ ! তাই আজকে আমি আপনাদের জানাব আরো কতভাবে অ্যালোভেরা দিয়ে ত্বক ও চুলের যত্ন নেওয়া যায় ! 

অ্যালোভেরা – অ্যালোভেরা বা ঘৃতকুমারীতে আছে ভিটামিন এ, ভিটামিন বি১ , বি২, বি৬, বি১২, ভিটামিন সি এবং ভিটামিন ই সহ আরো ২৩ রকমের খনিজ পদার্থ যা আমাদের ত্বকের ও চুলের জন্য অত্যন্ত উপকারী ।  

অ্যালোভেরা দিয়ে ত্বকের যত্ন –  

• অ্যালোভেরা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে ।

• ত্বকে ব্রণের দাগ থাকলে তা দূর করতে সাহায্য করে । 

• ত্বক মসৃণ  করে ।

• অ্যালোভেরা চোখের নিচের ডার্ক সার্কেল কমাতে খুব ভালো কাজ করে ।

• চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে ।

• বয়সের আগেই অনেকের ত্বকে বয়স্কভাব চলে আসে, অ্যালোভেরা এর বিরুদ্ধে কাজ করে অর্থাৎ অ্যান্টি এজিংয়ের বিরুদ্ধে কাজ করে ।

• ত্বক নরম করতে সাহায্য করে । 

• ত্বকের ডেডসেল দূর করে ।

• গর্ভবতীদের স্ট্রেসমার্ক খুব স্বাভাবিক বিষয়, কিন্তু স্ট্রেচমার্কের বিশ্রী দাগ অনেকেরই অস্বস্তির কারন হয়, অ্যালোভেরা জেল স্ট্রেচমার্ক দূর করে ।

• অ্যালোভেরা অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রভাব বাড়ায় ।

• রোদে পোড়া ভাব দূর করে । 

• শুষ্ক ত্বককে আর্দ্রতা দেয় ।

• চোখের পাপড়ি ঘন করতে অ্যালোভেরা জেল ভালো কাজ করে ।

• আই ব্রো ঘন করে । 

অ্যালোভেরা দিয়ে চুলের যত্ন –  

• ত্বকের পাশাপাশি চুলের যত্নেও এর ভূমিকা অপরিসীম ।

• অ্যালোভেরা চুলের খুশকি কমায় দ্রুত ।

• চুল ঝলমলে করে তোলে ।

• চুল পরা রোধ করে ।

• চুল সফট করে ।

• অ্যালোভেরা মাথার স্কাল্পের পিএইচ মান ঠিক রাখে ।

• চুল লম্বা করে দ্রুত ।

• চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে ।

• চুলের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে ।

• ত্বক ও চুলের যত্ন ছাড়াও অ্যালভেরা জেল খুব ভালো অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে । কোথাও কেটে গেলে বা ক্ষত হলে অ্যালোভেরা জেল লাগালে সেরে ওঠে দ্রুত । 

তাহলে জেনে নিলেন তো কত সহজ ভাবে অ্যালোভেরা দিয়ে ত্বক ও চুলের যত্ন নেওয়া যায় । সব সময় যদি একেবারেই অ্যালোভেরা না পাওয়া যায় সেক্ষেত্রে বাজারে বিভিন্ন অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেগুলি ব্যবহার করতে পারেন । এক্ষেত্রে Nature Republic Soothing & Moisture Aloe Vera 92% Soothing Gel ব্যবহার করতে পারেন । এটি খুবি ভাল, ত্বকের সাথে ভালভাবে মিশে যায়, ত্বকে সুদিং ভাব দেয় আবার এতে অ্যালোভেরা ৯২% আছে । ঘরে বসেই সহজেই অথেন্টিক পণ্য অর্ডার করতে পারেন rumjumbd তে । ভালো থাকুন, সুস্থ থাকুন ।