তাই আজ আমরা জানব কিভাবে সহজ কিছু উপাদান ব্যবহার করে এই সমস্যা দূর করা যায় –
লেবু – লেবুতে আছে ন্যাচারাল ব্লিচ । লেবু রোদে পোড়া দাগ দূর করে খুব দ্রুত । এক টুকরো লেবু নিয়ে গলা ও ঘাড়ের কালো দাগে সরাসরি লাগান । যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে লেবুর সাথে সামান্য গোলাপজল মিশিয়ে নেবেন । ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন । দেখেবন কিছুদিনের ভেতর রেজাল্ট চোখে পরবে ।
আলুর রস – একটা আলু গ্রেট করে তা থেকে রস বের করে নিন । এরপর তুলার মাধ্যমে গলা ও ঘাড়ের কালো জায়গাতে লাগিয়ে রাখুন । শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন । ধীরে ধীরে দাগ চলে যাবে ।
টকদই – দুই চামচ টকদইয়ের সাথে একটু বেসন মিশিয়ে গলা ও ঘাড়ে লাগান, টকদইতে আছে ন্যাচারাল এনজাইম যা স্কিনকে উজ্জ্বল করে তোলে ।
শসা – শসার রস ন্যাচারাল ভাবে স্কিনকে উজ্বল করে, তাই রোজ নিয়ম করে ঘাড়ে ও গলায় শসার রস লাগান ।
অলিভ অয়েল – অলিভ অয়েল স্কিনের দাগছোপ তুলতে অনেক হেল্প করে । ঘাড় ও গলায় বেশ কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে ম্যাসাজ করলে ধীরে ধীরে দাগ কমে যায় সেই সাথে অলিভ অয়েল স্কিনকে মসৃণ করে তোলে ।
অ্যালোভেরা – অ্যালোভেরা স্বাস্থ্যজনিত অনেক উপকার করার পাশাপাশি ত্বকের জন্য ও খুব উপকারী । অ্যালোভেরাতে আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ । এই ভিটামিন ও খনিজ পদার্থ শরীরে মেলানিনের পরিমান কমিয়ে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে । একটি ফ্রেশ অ্যালোভেরার মাঝ বরাবর কেটে নিয়ে ভেতরের জেল বের করে নিন । তারপর সেটা গলা ঘাড়ে লাগিয়ে হালকা একটু স্ক্র্যাব করুন, তারপর ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন । নিয়মিত ব্যবহার করলে গলা, ঘাড় উজ্জ্বল হবে ।
নারকেল তেল – রূপচর্চায় নারকেল তেলের ব্যবহার বহু যুগ আগে থেকে হয়ে আসছে । নারকেল তেল গলা ঘাড়ে রেগুলার হালকা হাতে ম্যাসাজ করুন, দেখবেন ধীরে ধীরে দাগ কমে আসছে ।
কমলার রস – কমলায় আছে ভিটামিন সি । ভিটামিন সি স্কিনে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, ত্বক উজ্জ্বল করে । কমলার রস গলা, ঘাড়ে ব্যবহার করতে পারেন ।
টমেটো – গলা ঘাড় সহ ত্বকের যেকোন দাগ দূর করতেই টমেটোর জুড়ি মেলা ভার । টমেটোতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, এছাড়াও টমেটো ন্যাচারাল ব্লিচের কাজ করে । একটি পাকা টমেটোর রস গলা ঘাড়ের কালো স্থানে লাগান নিয়মিত । খুব দ্রুতই তফাৎ চোখে পরবে ।
এছাড়াও সুস্থ থাকার জন্য, সুন্দর স্কিন পাওয়ার জন্য স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, প্রচুর শাক সবজি খেতে হবে, রোজ একটি করে ফল খেতে হবে, নিজের যত্ন নিতে হবে । ভালো থাকুন, সুস্থ থাকুন ।