সুন্দর হেলদি ত্বকের সাথে রুক্ষ, কালো ঠোঁট মানানসই হচ্ছে না ? এই সমস্যার কারন হচ্ছে আমরা সব অংশের যত্ন নিলেও ভুলে যাই যে ঠোঁট ও আমাদের ত্বকেরই অংশ ! অন্য সব অংশের মত আমাদের ঠোঁটের যত্ন ও নিতে হবে সমান ভাবে । তাহলে চলুন জেনে নেই ঠোঁটের যত্ন নিতে ৫ টি টিপস যার মাধ্যমে সহজেই পেতে পারি সুন্দর, কোমল ও প্রানবন্ত ঠোঁট । 

ঠোঁটের যত্ন নিতে ৫ টি টিপস - 

•  সান প্রোটেকশন – বাইরে হবার আগে শরীরের সব অংশে সানস্ক্রিন লাগিয়েছেন, কিন্তু জানেন কি যে বাকি সব অংশের মত ঠোঁটেও চাই সমান ভাবেই সান প্রোটেকশন ? রোদে পোড়া কালো ভাব ঠোঁটে যদি না চান তাহলে আজ থেকেই অন্তত এসপিএফ ১৫ আছে এমন লিপবাম এবং লিপস্টিক ব্যবহার করুন ।

•  ময়েশ্চারাইজার – ঠোঁটের যত্নে  সবথেকে জরুরী ময়েশ্চারাইজার । ভালো মানের ময়েশ্চারাইজারড লিপ বাম ব্যবহার করুন ঠোঁটে, তাহলে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে । ঠোঁট ফাটবে না । 

•  স্ক্র্যাব – মুখমন্ডলের মত আমাদের ঠোঁটেও জমে মরা কোষ । তাই ঠোঁট সুন্দর রাখতে অবশ্যই একটি স্ক্র্যাব ব্যবহার করতে হবে । এক্ষেত্রে মধু ও চিনির স্ক্র্যাব খুব ভালো কাজ করে ।

•  তেল – অনেক সময়েই দেখা যায় ঠোঁট থেকে মরা কোষ উঠছে, কিন্তু সেই মরা কোষ টেনে তোলা যাবে না । এতে করে ঠোঁটের আরো ক্ষতি হবে । তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে অলিভ অয়েল অথবা বাদাম তেল লাগিয়ে নিন কয়েক ফোঁটা, ঠোঁট নরম রাখবে, আর মরা কোষ ও দূর করবে । 

•  পানি – শুনতে অবাক লাগলেও পানিশূণ্যতা ঠোঁটের আর্দ্রতা কেড়ে নেয় । তাই যদি সুন্দর, কোমল ঠোঁট চান অবশ্যই প্রচুর পরিমানে পানি পান করুন । প্রতিদিন ৮ – ১০ গ্লাস পানি পান করুন । 

সবথেকে কার্যকরী ৫ টি টিপস তো জেনে নিলেন, এছাড়াও আপনার যদি ঠোঁট কামড়ানোর অভ্যাস থাকে আজই ত্যাগ করুন । এতে করে ঠোঁটে কালো দাগ বসে যায় । বাইরে থেকে এসে অবশ্যই ঠোঁটের লিপস্টিক তুলে ফেলবেন । আর যদি হয় শুষ্ক ঠোঁট তাহলে চেষ্টা করবেন ম্যাট লিপস্টিক ব্যবহার না করতে । ম্যাট লিপস্টিক শুষ্ক ঠোঁটকে আরো শুষ্ক করে ফেলে ।

আশা করি আজকের আর্টিকেলটি হেল্পফুল ছিল । ঠোঁটের যত্নে অথেন্টিক প্রোডাক্ট কিনতে চাইলে ভিজিট করুন rumjumbd তে । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন ।