আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুন্দর মুখের দিকে তাকিয়েও মন খারাপ হয়ে যায় নিজের চোখ দেখে? সুন্দর ডাগর ডাগর চোখের তলায় যদি কালি পরে, ফোলা ফোলা হয়ে যায় তখন আর আয়নায় নিজেকে দেখতে ইচ্ছা করে না । এই সমস্যার সমাধানে সাহায্য করবে এমন একটি প্রোডাক্টের ব্যাপারে আপনাদের জানাতেই আজকের এই ফিচার । আজ আমি আপনাদের জানাব   Face Facts Brightening Gel Eye Patches নিয়ে, এটা কি, কেন ব্যবহার করবেন, এটা ব্যবহারের উপকারিতা কি?  

Face Facts Brightening Gel Eye Patches – 

এই জেল আই প্যাচ চোখের চারপাশে ফোলাভাব দূর করতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে । এতে ভিটামিন সি, হাইড্রোলাইজড কোলাজেন এবং গ্লিসারিন সমৃদ্ধ জেল রয়েছে যা চোখের চারপাশে উজ্জ্বল করার কাজ করে । 

এর উপকারিতা –

•  চোখের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ।

•  ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে ।

•  ভিটামিন সি, হাইড্রোলাইজড কোলাজেন এবং গ্লিসারিনসহ জেল যা ত্বককে নারিশমেন্ট দেয় ।

•  চোখের চারপাশ উজ্জ্বল করে ।

•  চোখের ক্লান্তি দূর করে ।

•  চোখের এরিয়া মসৃণ করে । 

ব্যবহারবিধি –  

•  চোখ সহ চোখের চারপাশ ভালোভাবে পরিষ্কার করে নিন । 

•  ত্বক ভালোভাবে মুছে শুষ্ক ত্বকে সরাসরি প্রয়োগ করুন । 

•  ২০ থেকে ২৫ মিনিটের জন্য প্যাচটি রেখে দিন এবং সাবধানে প্যাচটি তুলে ফেলুন ।

•  প্যাচটি তোলার পর চোখের নিচে আঙ্গুলের ডগা দিয়ে হালকা ম্যাসাজ করুন কিছুক্ষন ।

•  প্যাচটি সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করুন । 

Face Facts Brightening Gel Eye Patches  – এটির বাজারমূল্য ৬০০ থেকে ৬৫০ টাকা ।

আশা করি আপনাদের চোখের নির্দিষ্ট কিছু সমস্যা সমাধান করতে আজকের আর্টিকেলটি আপনাদের সাহায্য করবে । ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং যেকোন শপ থেকে ভুলভাল পণ্য না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারেন rumjumbd থেকে ।