পর্যাপ্ত একটা ঘুমের পর উঠে হাতমুখ ধুতে গিয়ে হঠাত খেয়াল করলেন চোখের তলায় কালি পরে গেছে । ত্বকের যত্ন ঠিকমত নেওয়া হলেও হয়ত সেভাবে নেওয়া হচ্ছে না চোখের যত্ন । তাই চোখের তলায় বাড়ছে কালি, বলিরেখা, অনুজ্জ্বলতার মত সমস্যা । অথচ এসব সমস্যার সঠিক সমাধান ও পাচ্ছেন না? আর ভাবনা নেই, আজকে আপনাদের জন্য আমাদের আর্টিকেল তাই The body shop drops youth eye concentration নিয়ে । 

The body shop drops of youth eye concentration কি? 

The body shop drops of youth eye concentration একটি আই ক্রিম যা ত্বকের অযত্ন, সূর্যের ক্ষতিকর রশ্মিতে চোখের বলিরেখা, ভাঁজ ইত্যাদির বিরুদ্ধে খুব ভাল কাজ করে ।

এর উপকারিতা –

•  চোখের চারপাশের কালো দাগ কমায় ।

•  চোখের ক্লান্তি দূর করে ।

•  চোখের ফোলাভাব কমায় ।

•  সানবার্ণ কমায় । 

•  চোখে আরাম দেয় ।

•  বয়স্কভাব কমায় । 

ব্যবহারবিধি – 

•  পাম্পটি চাপুন, ভেতরের প্রোডাক্ট বের হবে ।

•  চোখের চারপাশে রোল আকারে লাগান ।

•  আঙুলের সাহায্যে হালকা করে ম্যাসাজ করুন কিছুক্ষন ।

•  দিনের ময়েশ্চারাইজার বা আই ক্রিম লাগানোর আগে লাগান ।

The body shop drops of youth eye concentration এর  price – এর বাজারমূল্য ২০৫০ থেকে ২১০০ এর ভেতর পাবেন । 

এইতো তাহলে জেনে নিলেন The body shop drops of youth eye concentration ক্রিমটি চোখের ক্ষেত্রে কতটা ভালো কাজ করে ! তবে যেকোন শপ থেকে ভুলভাল পণ্য না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারেন rumjumbd থেকে ।