আপনার স্কিন টোন কী?  

স্কিন টোন বলতে আমরা আমাদের শরীরের রং কে বুঝে থাকি । বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের স্কিন টোনের হয় ।

আমাদের ত্বকের রং নির্ধারন করে মেলানিন, সেই সাথে চুল এবং চোখের রং। সূর্যের আলোতে মেলানিন তৈরি হয় । আমরা যত বেশি রোদে থাকব, সেই অনুযায়ী আমাদের ত্বকে মেলানিন এর পরিমাণ বৃদ্ধি পাবে ।

মেলানিন দুই ধরনের –

•  ইউমেলানিন

•  ফিউমেলানিন

ইউমেলানিন-

•  ত্বককে বাদামী রং দেয় ইউমেলানিন যাকে ট্যান বলা হয় । 

ফিউমেলানিন-

•  ত্বককে লাল রং দেয় ফিউমেলানিন যা পোড়া নামে পরিচিত ।

ত্বকের ধরন-

পৃথিবীতে ৬ ধরনের স্কিন টোন আছে।

•  অনেক ফর্সা স্কিন

•  ফর্সা স্কিন

•  শ্যাম বর্ণ

•  অলিভ স্কিন 

•  পিগমেন্টেড বা বাদামী স্কিন

•  কালো স্কিন

আনইভেন স্কিন টোন কী?

•  আনইভেন স্কিন টোন হচ্ছে স্কিনের বিভিন্ন অংশে অনিয়মিত কালচে দাগ দেখা যায়। 

আনইভেন স্কিন টোন হওয়ার কারনগুলো- 

•  যখন আপনার স্কিন অনেক বেশি সূর্যের সংস্পর্শে থাকে , তখন আপনার স্কিনকে ক্ষতি কারক UV রশ্মি থেকে বাঁচাতে সাহায্য করে মেলানিন। আর এই মেলানিন পিগমেন্টের মাধ্যমে কালো দাগ তৈরি হয় , যার ফলে ত্বকের রং অসম হতে পারে ।

•  বাহিরের ধূলোবালি খুব সহজেই আমদের স্কিনে প্রবেশ করে একনে বা পিম্পলের সমস্যা  তৈরি করে এর থেকেই স্কিনে কালো দাগ দেখা দেয় ।  

•  হরমোনের পরিবর্তন, পিরিয়ড এবং গর্ভকালীন সময়ে মেয়েদের আনইভেন স্কিন টোনের সমস্যা হতে পারে । 

•  হার্মফুল বিউটি প্রোডাক্ট ইউস করলে আনইভেন স্কিন টোনের সমস্যা হতে পারে । 

•  বয়সের সাথে স্কিনের পরিবর্তন হয় , তখন আনইভেন স্কিন টোন হওয়ার সম্ভাবনা থাকে । 

•  বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্টে সমস্যা হয় ।  

•  ছত্রাক বা ব্যাকটেরিয়ার প্রভাবের ফলে আনইভেন স্কিন টোন হয় । 

•  আনইভেন স্কিন টোন আর একটি কারন হচ্ছে ক্যান্সার ।

•  অতিরিক্ত শুষ্কতার কারনে আনইভেন স্কিন টোন হয় ।

কি ভাবে আনইভেন স্কিন টোন প্রতিরোধ করা যায়?

•  এস পি এফ যুক্ত সানস্ক্রিন । 

•  মাইক্রোফাইন এক্সফ্লোয়েট ইউস । 

•  স্যুইটেবল প্রোডাক্ট ইউস ।  

•  পর্যাপ্ত পানি পান, স্যুইটেবল ময়েশ্চারাইজার ইউসে স্কিনকে হাইড্রেটেড রাখে ।

•  অ্যালকোহল, মশলাযুক্ত খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে ।

•  ভিটামিন সি আছে এমন ফল খেতে হবে ।

•  আনইভেন স্কিন টোনের জন্য লেজার ট্রিটমেন্ট । 

তাই সময় নিয়ে আনইভেন স্কিন টোন প্রতিরোধের জন্য স্কিন কেয়ার রুটিনে আসতে হবে ।