আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুন্দর মুখের দিকে তাকিয়েও মন খারাপ হয়ে যায় নিজের চোখ দেখে ? সুন্দর ডাগর ডাগর চোখের তলায় যদি কালি পরে তখন আর আয়নায় নিজেকে দেখতে ইচ্ছা করে না । চোখের তলায় কালি বা ডার্ক সার্কেলের সমস্যায় ভোগে অনেকেই । এই সমস্যার সমাধানে সাহায্য করবে এমন একটি প্রোডাক্টের ব্যাপারে আপনাদের জানাতেই আজকের এই ফিচার । আজ আমি আপনাদের জানাব  Boots Cucumber Eye Gel নিয়ে, এটা কি, কেন ব্যবহার করবেন,  এটা ব্যবহারের উপকারিতা কি ?

 Boots Cucumber Eye Gel কি ?

এটি মূলত একটি শসার নির্যাসযুক্ত আই জেল ক্রিম । অত্যন্ত লাইটওয়েট, মসৃণ জেল বেইজড ক্রিম । 

Boots Cucumber Eye Gel ব্যবহারের উপকারিতা কি কি ?

• এটি চোখের তলার কালি দূর করে ।

• চোখের নিচের ফোলা ভাব কমায় ।

• চোখের চারপাশের বলিরেখা দূর করতে সাহায্য করে ।

• এটি লাগানোর পরে দ্রুত ত্বকের সাথে মিশে যায়, দ্রুত এবজর্ব করে নেয় ।

• চোখের চারপাশের এরিয়ায় হাইড্রেশন বা আর্দ্রতা দেয় ।

• এটা ব্যবহারের পরে একটা রিফ্রেশমেন্ট দেয় এবং চোখে আরাম লাগে ।

সতর্কতা – 

• ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকবেন যেন চোখের ভেতর না যায় । 

Boots Cucumber Eye Gel এর  Price – এটির বাজারমূল্য 280 থেকে 300 টাকা ।

আশা করি আপনাদের ডার্ক সার্কেলজনিত সমস্যা সমাধান করতে আজকের আর্টিকেলটি আপনাদের সাহায্য করবে । ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং যেকোন শপ থেকে ভুলভাল পণ্য না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারেন rumjumbd থেকে ।