ত্বকের যত্ন এখন কমবেশি সবাই নেয় । তবে যত্ন নিলেও দেখা যায় ত্বকের কিছু কিছু সমস্যা এমন যে কিছুতেই যাচ্ছে না । বয়স ২৫ এর কোটায় গেলে এই সমস্যাগুলি আরো বাড়তে শুরু করে । এই ধরনের সমস্যাগুলির জন্য সিরাম ব্যবহার করতে হয়। আমরা সকলেই জানি সিরাম খুব দ্রুত ত্বকের ভেতর গিয়ে সমস্যা দূর করার জন্য কাজ শুরু করে । আজকে আমি আপনাদের জানাব The ordinary Niacinamide 10% + Zinc 1% সম্পর্কে, যে সিরামটি বর্তমানে প্রায় বেশিরভাগ মেয়েরই অত্যন্ত পছন্দ এটির অসাধারণ কার্যকারিতার জন্য । 

Niacinamide কি এবং এর কাজ কি?

নায়াসিনামাইড হচ্ছে নায়াসিন বা B3 এর একটি এক্টিভেটেড ফর্ম । এর প্রধান কাজ হচ্ছে ত্বকের আউটার লেয়ারকে সংরক্ষণ করা । আমাদের ত্বকের লেয়ারের নিচে সিনামাইড থাকে এবং ফ্যাটি এসিড থাকে যার কারনে ত্বক প্লাম্পি দেখায় । বয়সের সাথে সাথে সেটার পরিমান কমতে শুরু করে, তখন বাইরে থেকে নায়াসিনামাইড প্রয়োগ করলে এটি ত্বকের ভেতর গিয়ে দিন দিন ফ্যাটি এসিড এবং নায়াসিনামাইডের পরিমান বৃদ্ধি করতে সাহায্য করে । 

The ordinary Niacinaminde 10% + Zinc 1% - বয়সের সাথে সাথে ত্বকের নিচের লেয়ার থেকে সিনামাইড কমতে থাকে যার কারনে পিম্পল, রোদে গেলে ত্বক লালচে হয়ে যাওয়া, অতিরিক্ত সেবাম নিঃসরণের কারনে পোরস বড় হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা বেশি দেখা দেয় । এ কারনেই তখন ত্বকের বাইরে থেকে ত্বকে নায়াসিনামাইড প্রয়োগ করতে হয় সমস্যাগুলি দূর করার জন্য । আর এই কাজটিই The ordinary Niacinaminde 10% + Zinc 1% করে থাকে ।

Niacinamide এর উপকারিতা – 

 

•  এটি ত্বকের হাইপার পিগমেন্টেশন কমায় ।

•  ইরিটেটিং ত্বকের জন্য খুব ভাল কাজ করে । 

•  সানট্যান দূর করে ।

•  ব্রন, ব্রনের দাগ কমায় ।

•  নিয়মিত ব্যবহারে ত্বকের নিচের লেয়ারে ফ্যাটি এসিড এবং নায়াসিনামাইডের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে । 

•  ত্বকের লালচে ভাব কমায় ।  

•  ত্বক উজ্জ্বল করে । 

•  অ্যান্টি এজিংয়ের বিরুদ্ধে কাজ করে । 

•  ত্বক মসৃণ করে । 

সতর্কতা -  The ordinary Niacinamide 10% + Zinc 1% মোটামুটি সব ধরনের ত্বকেই ভাল কাজ করে তবে যাদের তৈলাক্ত ত্বক তাদের ক্ষেত্রে সবথেকে বেশি ভাল কাজ করে । তবে নায়াসিনামাইড আর ভিটামিন সি আছে এমন সিরাম বা অন্য প্রোডাক্ট একই সময়ে ব্যবহার করবেন না । ব্যবহার করলেও সময়ের পার্থক্য যেন বেশ কয়েক ঘন্টা ।  

The ordinary Niacinamide 10% + Zinc 1% এর price - The ordinary Niacinamide 10% + Zinc 1% এর বাজারমূল্য আছে ১২৫০ থেকে ১৩০০ টাকা । 

আশা করি এখন আজকের ফিচারটি আপনার ত্বক যত্ন নেওয়ার ব্যাপারে আপনার যেসব প্রশ্ন বা দ্বিধা ছিল সেসবের উত্তর পেয়ে গেছেন । তবে বাজারের যেকোন শপ থেকে না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনুন । ঘরে বসে সহজেই অরিজিনাল প্রোডাক্ট পেতে পারেন rumjumbd থেকে । সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।