ব্যস্ত জীবনযাত্রার ফাঁকেও আমরা চায় সুন্দর ও সতেজ ত্বক । কিন্তু সারাদিনের কাজের পরে ক্লান্তিতে আর দীর্ঘ সময়ব্যাপী ত্বকের যত্ন নেওয়া যায় না । বরং সবাই চায় সহজে কিভাবে কম সময়েই ত্বকের যত্নটুকু নেওয়া যায় । আর ত্বকের যত্নে সহজ একটি উপাদান হচ্ছে বরফ । এই সমস্যার সমাধানেই আমাদের আজকের ফিচার ত্বকের যত্নে বরফের ব্যবহার নিয়ে ।   

ত্বকের যত্নে বরফের ব্যবহার – 

বরফ মানেই শীতল, বরফ মানেই শান্তি । তবে জানেন কি, ত্বকের যত্নে বরফের ব্যবহার সম্পর্কে ? রূপচর্চায় শীতল পানি, বরফের ব্যবহার বহু আগে থেকেই হয়ে আসছে । নিস্তেজ ত্বককে নিমিষেই সতেজ, উজ্জ্বল করে তুলতে বরফের জুড়ি নেই । 

তাহলে চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে বরফের ব্যবহারগুলি –

● বরফ ত্বক মসৃণ করতে সাহায্য করে খুবই ।

● ত্বকের পোর মিনিমাইজ করতে বরফের জুড়ি নেই । 

● ত্বকে লালচে র‍্যাশ থাকলে বরফ ঘষলে র‍্যাশ দূর হয়ে যায় ।

● চোখের চারপাশে এক টুকরো বরফ পাতলা সুতি কাপড়ে পেঁচিয়ে ঘষুন, দেখবেন চোখের ফোলাভাব কমে গেছে ।

● বরফ মুখে ঘষলে মুখ উজ্জ্বল হয় ।

● রক্তের রক্তসঞ্চালন বাড়াতে সবথেকে বেশি সাহায্য করে বরফ ।

● চোখের ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে ।

● মেকআপের আগে ত্বকে কিছুক্ষন বরফ ঘষুন, তাহলে মেকআপ ভালোভাবে ত্বকে বসে । 

● ত্বক টান টান করে ।  

সতর্কতা -  

● অনেকেই ভাবে বরফ ব্রন দূর করে, কিন্তু বরফে ব্রণের প্রদাহ আরো বাড়ায় ।   

● ত্বকের যত্নে যেমন বরফ খুবই ভালো, আবার মাত্রাতিরিক্ত বরফ ঘষলেও সেটা ভালো ফল দেয় না ।

তাহলে এই তো জেনে নিলেন একেবারেই সহজ ভাবে কম সময়ে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায় । ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি বেশি পরিমাণে জল খান নিয়মিত, সবুজ শাকসবজি খান, রোজ হালকা ব্যায়াম করুন । ভালো থাকুন, সুস্থ থাকুন ।