

শুষ্ক ত্বকের অধিকারীদের সারাবছরই ঠোঁট ফাটা সমস্যায় ভুগতে হয়। আবার অনেকের লিপস্টিক ঠোঁটে লাগালে ঠোঁট ফেটে যায়। ভ্যাসলিন লিপ কেয়ার লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে হালকা লাগালে ঠোঁটের ময়েশ্চারাইজার ঠিক থাকে। এছাড়া ঠোঁট নরম এবং কোমল করে তোলে। বাজেট ফেন্ডলি এই লিপ বামটি সারাবছর ব্যবহার করতে পারেন। আর এখন তো শীত চলেই এসেছে এই শীতে ঠোঁটের যত্নে দারুণ একটা জিনিসই লিপ বামগুলো।
মেইড ইন ইউকে
উপকারিতাঃ