

মেকআপ এর জন্য প্রাইমার একটা খুবই দরকারি প্রোডাক্ট। আমরা অনেকসময় বলি আমাদের মেকআপ স্মুথ হয়না, ফাউন্ডেশন নিলে মেকআপ গুড়ি গুড়ি হয়ে থাকে। মেকআপ উঠে আসে বা কালো হয়ে যায় দ্রুত ইত্যাদি ইত্যাদি। এই প্রব্লেম গুলোর সলিউশন কিন্তু একটাই। আর সেটা হচ্ছে প্রাইমার।
উপকারিতাঃ