পদক্ষেপ ১ঃ প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোন প্রকার ক্রীম বা অন্য কিছু না থাকে। ৫-১০ মিনিট নাকে গরম পানির ভাব দিতে হবে যেন পোর গুলো ওপেন হয়ে যায়। নাক ভালোভাবে ধুয়ে স্ট্রিপ ভেজা নাকের উপর দিতে হবে। শুকনো নাকে স্ট্রিপ বসে না। ১০-১৫ মিঃ পর ধীরেধীরে তুলে ফেলুন।