পদক্ষেপ ১ঃ আপনার পছন্দের মাস্ক প্যাকেট টি খুলে, মাস্কটি সাবধানে বের করে নিন। জোরে টান দিলে ভেতরের নরম মাস্ক ছিঁড়ে যেতে পারে। পরিষ্কার মুখে মাস্কটি লাগিয়ে রেখে ২০ মিনিট অপেক্ষা করুন। আপনার স্কিন সিরামটা শুষে নিলে মাস্কটি তুলে ফেলে দিন। স্কিনে লেগে থাকা সিরাম আলতোভাবে পুরো ফেসে ম্যাসাজ করুন। মাস্ক তুলে ফেলার পর মুখ ধোয়ার প্রয়োজন নেই।