সাজগোজের অন্যতম অংশ হচ্ছে ফাউন্ডেশন । ফাউন্ডেশনের ব্যবহারে সাজ যেমন হয় আকর্ষণীয় তেমন ফাউন্ডেশনের কারনেই সাজ হয় দিন নষ্টের কারন, যদি তা হয় ভুল ফাউন্ডেশন । যেহেতু আমাদের সবার ত্বক এক না, কাজেই সবার জন্য ফাউন্ডেশন ও একই হবে না । ফাউন্ডেশন কিনতে গেলে সমস্যায় পরে না এমন মেয়ে নেই । আরো যদি হয় তৈলাক্ত ত্বক, তাহলে তো আরো সমস্যায় পরতে হয়, কোন ফাউন্ডেশন তৈলাক্ত ত্বকে যাবে, শেড বাছাই করা, এসব ঝামেলার অন্ত নেই । এত এত সমস্যার সমাধান দিতেই আমাদের আজকের ফিচার তৈলাক্ত ত্বকের বেইজ মেকআপে সেরা ৫ ফাউন্ডেশন নিয়ে । 

চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বকের জন্য কোন ৫ টি ফাউন্ডেশন সবথেকে ভাল কাজ করে – 

১) Maybelline New York Fit Me Matte + Poreless Foundation – তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট একটি ফাউন্ডেশন এটি । এটি অত্যন্ত লাইটওয়েট, ওয়াটারি টেক্সচারের। অক্সিডাইস করে না । ত্বকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং ন্যাচারাল ম্যাট ফিনিশ দেয়  এবং খুবই লং লাস্টিং ।

২) Wet n Wild Photofocus Foundation – তৈলাক্ত ত্বকের জন্য আর একটি সেরা ফাউন্ডেশন এটি । লাইটওয়েট, ক্রিমি টেক্সচার, অক্সিডাইস করে না । খুব সুন্দরভাবে ত্বকে মিশে যায় এবং ত্বকে ক্রিজ করে না ।  

৩) Revlon Color Stay Foundation – এটিও অত্যন্ত লাইটওয়েট ফাউন্ডেশন । একদমই অক্সিডাইস করে না । সুন্দর ভাবে ব্লেন্ড হয় । মুখ কেকি বানিয়ে দেয় না । হাই এন্ড ম্যাট ফিনিশ দেয় । 

৪) Loreal Infallible Pro Matte Fundation – খুবই হাই এন্ড কভারেজ দেয়, একেবারেই অক্সিডাইস করে না, খুবই স্মুথলি ত্বকে ব্লেন্ড হয়ে যায় । আর পরিমাণেও কম লাগে । 

৫) Lakme Absolute Skin Natural Mousse – এটা খুবই ভালো একটি ফাউন্ডেশন । ছোট্ট একটি কৌটার মত পাত্রে থাকে, ভারী ক্রিমি টেক্সচার । অসাধারণ কভারেজ দেয় এবং একেবারেই ম্যাট ফিনিশিং । অক্সিডাইস করে না । প্রতিদিনকার সাজগোজের রুটিনে ব্যবহার করতে পারবেন । 

আশা করি আজকের ফিচারটি যারা তৈলাক্ত ত্বকের অধিকারিণী তাদের সাহায্যে আসবে । তবে যেকোন শপ থেকে নকল পণ্য না কিনে ঘরে বসে সহজেই অথেন্টিক পণ্য পেতে অর্ডার করতে পারেন rumjumbd তে । ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন ।