ত্বকের যত্ন তো আমরা সবাই নেই । আমাদের বেসিক ত্বকের যত্নের রুটিনে থাকে অনেক কিছু । তার ভেতর বিভিন্ন মাস্কের ব্যবহার তো সব সময়েই করা হয় । এর ভেতরে ক্লে মাস্ক একটু বেশিই জনপ্রিয় । আজকে আমাদের আর্টিকেল Face Facts Antioxidant Clay Mask নিয়ে ।

Face Facts Antioxidant Clay Mask কি ?

এটি বুলুবেরি ও ভিটামিন সি এর এক্সাক্ট সমৃদ্ধ একটি অ্যান্টিঅক্সিডেন্ট ক্লে মাস্ক । এই মাস্কটি ত্বককে সতেজ ও উজ্জ্বল করতে সাহায্য করে। এটি প্যারাবেন ফ্রি । এটি সপ্তাহের মাঝামাঝি সময়ের প্যাম্পার বা ক্লিনজার হিসেবে ব্যবহার করা যেতে পারে ।

এর উপকারিতা – 

•  মাস্কটি ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে ।

•  সতেজ ও উজ্জ্বল করতে সাহায্য করে ।

•  ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ।

•  ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করবে ।

ব্যবহারবিধি – 

•  ভালো করে পরিষ্কার করার পরে যথাযথ পরিমাণে মুখে মাস্কের পাতলা স্তর লাগান ।

•  ঠোঁট, চোখ এবং ভ্রু বাদ দিয়ে মাস্কটি লাগান ।

•  মাস্কটি ১০ মিনিটের জন্য বা শুকানো পর্যন্ত রেখে দিন ।

•  হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

•  ভালো ফলাফলের জন্য সপ্তাহে একবার ব্যবহার করুন।

Face Facts Antioxidant Clay Mask এর Price - Face Facts Antioxidant Clay Mask এর বাজারমূল্য 300 থেকে 350 টাকা । 

তাহলে এই তো জেনে নিলেন ত্বকের যত্ন আর দ্রুত ও সহজে নেওয়ার জন্য সাহায্য করবে এমন একটি মাস্কের কথা । তবে ত্বকের প্রসঙ্গে যেকোন শপ থেকে নকল পণ্য না কেনাই ভালো । সহজেই ঘরে বসে অথেন্টিক প্রোডাক্ট পেতে পারেন rumjumbd থেকে ।