ত্বকের যত্ন নেওয়ার যতগুলি ধাপ আছে তার ভেতর সব থেকে জরুরী ধাপ হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা । সানস্ক্রিন এমন একটি জিনিস যার প্রয়োজন হয় আমাদের সারা বছর । বাইরে গেলেই রোদে আমাদের সবার ত্বক পুড়ে কালো হয়ে যায় । সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির উপস্থিতির কারনে ত্বকের উজ্জ্বলতা কমে যায় খুব দ্রুত, সেই সাথে অ্যান্টি এজিং, ব্রন, ইরিটেশন সহ কি কি সমস্যা হয় ত্বকে ! তাই ত্বকের যত্নে সবার আগে সানস্ক্রিন ব্যবহার করাকে সবার শুরুতে রাখতে হবে । তবে সব ধরনের ত্বকে সব সানস্ক্রিন ব্যবহার করা যায়না, যাদের সংবেদনশীল ত্বক তাদের সানস্ক্রিন খুঁজে পেতে সব থেকে বেশি সমস্যা হয় । আজ আপনাদের জানাব Aveeno Positively Mineral Sunscreen For Sensitive Skin SPF 50 নিয়ে যা সংবেদনশীল ত্বকের জন্য খুবই ভালো কাজ করে ।  

এর উপকারিতা -

• ইউভি এ এবং ইউভি বি দুটোই এর মধ্যে উপস্থিত আছে।

•  এসপিএফ ৫০ আছে অর্থাৎ এটি ভালোভাবে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেবে ।

•  সানস্ক্রিনটিতে প্রাকৃতিকভাবে ১০০% জিংক অক্সাইড ও ওট আছে যা সংবেদনশীল ত্বকেও কোন ক্ষতি করে না ।

•  ত্বক তেল চিটচিটে করে ফেলে না ।

•  এটি লাইটওয়েট ।

•  এটি ক্ষতিকর প্যারাবেন ফ্রি ।

•  এতে কোন সুগন্ধী ব্যবহার করা হয়নি ।

•  ডার্মাটোলজিস্ট টেস্টেড ।

•  এটি সংবেদনশীল ত্বকের জন্য অসাধারণ কাজ করে ।

কিভাবে ব্যবহার করে –

 •  প্রথমে মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে মুছে নিন ।

•  রোদে যাবার অন্তত ২০ মিনিট আগে পুরো মুখে সানস্ক্রিন লাগিয়ে নিন ।

•  শুধু মুখ না, হাত-পা সহ যেসব অংশ খোলা থাকবে সব জায়গাতেই সানস্কিনটি লাগিয়ে নিন ।

•  রোদে যাবার পরেও দুই থেকে তিন ঘন্টা অন্তর রিঅ্যাপ্লাই করবেন । 

Aveeno Positively Mineral Sunscreen For Sensitive Skin SPF 50 এর Price - Aveeno Positively Mineral Sunscreen For Sensitive Skin SPF 50 এর মূল্য 1800 থেকে 1900 টাকা । 

মূলত Aveeno Positively Mineral Sunscreen For Sensitive Skin SPF 50 আমাদের ত্বকের জন্য খুবই উপযোগী এবং দরকারি । এটি সব ধরনের ত্বকের সাথে মানানসই, বিশেষ করে যাদের সংবেদনশীল ত্বক তাদের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে । 

আশা করি এখন আজকের ফিচারটি আপনার সংবেদনশীল ত্বকের জন্য সানস্ক্রিন বাছাই করার ব্যাপারে সাহায্য করবে । তবে বাজারের যেকোন শপ থেকে না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনুন । ঘরে বসে সহজেই অরিজিনাল প্রোডাক্ট পেতে পারেন rumjumbd থেকে । সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।