ত্বকের যত্নে আমরা খামতি দেই না কখনোই । কিন্তু তুলনামূলক কম যত্ন দেওয়া হয় চোখের দিকে । তাই আয়নার দিকে তাকালে হুট করে হয়ত দেখেন চোখের তলায় কালি, ফোলাভাব, বলিরেখা পরতে শুরু করেছে, চোখ ক্লান্ত দেখাচ্ছে । আজকে আমরা জানব কিভাবে খুব সহজে আমরা চোখের যত্ন নিতে পারি ছোট্ট একটি আই ক্রিম The Body Shop Vitamin E Eye Cream এর সাহায্যে । 

The Body Shop Vitamin E Eye Cream কি ?

The Body Shop Vitamin E Eye Cream ভিটামিন ই ও হায়ালুরোনিক এসিড সমৃদ্ধ একটি ক্রিম । এটি চোখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অনেক । চোখের চারপাশে সতেজ করা, ডার্ক সার্কেল রিমুভ করা সহ অনেক উপকারিতা এটার ।  

এর উপকারিতা –

•  চোখের ডার্ক সার্কেল কমায় ।

•  চোখের ফোলা ভাব কমায় ।

•  চোখের চারপাশের বলিরেখা কমায় ।

•  চোখের ক্লান্তি কমাতে সাহায্য করে ।

•  চোখের চারপাশের ত্বক মসৃণ করে ।

•  চোখের চারপাশে বয়স, চিন্তা, সারাদিনের স্ট্রেসের কারনে সূক্ষ্ম ভাঁজ পরে, সেগুলি দূর করে ।

•  চোখকে সতেজ করে । 

•  চোখের চারপাশের ত্বকে আর্দ্রতা বজায় রাখে ।

•  চোখকে আরাম দেয় ।

ব্যবহারবিধি – 

•  পাম্পটি চাপুন, ভেতরের প্রোডাক্ট বের হবে । 

•  চোখের চারপাশে রোল আকারে লাগান ।

•  আঙুলের সাহায্যে হালকা করে ম্যাসাজ করুন কিছুক্ষন ।

•  দিনের ময়েশ্চারাইজার বা আই ক্রিম লাগানোর আগে লাগান ।

The Body Shop Vitamin E Eye Cream এর Price – এটি ১২৫০ থেকে ১৪০০ টাকার ভেতর কিনতে পাওয়া যায় । 

এইতো তাহলে জেনে নিলেন The Body Shop Vitamin E Eye Cream ক্রিমটি চোখের ক্ষেত্রে কতটা ভালো কাজ করে ! তবে যেকোন শপ থেকে ভুলভাল পণ্য না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারেন rumjumbd থেকে ।