আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুন্দর মুখের দিকে তাকিয়েও মন খারাপ হয়ে যায় নিজের চোখ দেখে ? সুন্দর ডাগর ডাগর চোখের তলায় যদি কালি পরে তখন আর আয়নায় নিজেকে দেখতে ইচ্ছা করে না । চোখের তলায় কালি বা ডার্ক সার্কেলের সমস্যায় ভোগে অনেকেই । আর চিন্তা নেই ! আজকের ফিচারটি পড়ার পর আপনি নিজেই ৫ উপায়ে ডার্ক সার্কেল দূর করুন !

৫ উপায়ে ডার্ক সার্কেল দূর করুন !

-  চোখে তলার ফোলা ভাব ও ডার্ক সার্কেল অনেক কারনেই হতে পারে । আমাদের সবার আগে জানা দরকার ডার্ক সার্কেল কেন হয় ?

-  অপরিমিত ঘুমের কারনে ডার্ক সার্কেল তৈরী হয় ।

-  অনেক সময় অতিরিক্ত লবণ খেলেও ডার্ক সার্কেলের সমস্যা হয় । 

-  পিরিয়ড যদি অনিয়মিত হয় ।

-  অতিরিক্ত স্ট্রেস নিলে ডার্ক সার্কেল হয় ।

-  শরীরে পানিশূন্যতা থাকলে ডার্ক সার্কেল হয় । 

-  অনেকের বংশগত কারনেও ডার্ক সার্কেল হয় । 

-  ডার্ক সার্কেলের সমস্যা কেন হয় তাতো জানলেন, এবার চলুন জেনে নেই সেই ৫ উপায়ে কিভাবে ডার্ক সার্কেল দূর করতে পারবেন –

• আলু – আলু ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে এবং আলুতে আছে ইনফ্লামেটরি এনজাইম । আলুর রস ডার্ক সার্কেল কমাতে সবথেকে বেশি সক্রিয়ভাবে কাজ করে । একটি আলু ঘষে আলুর রস ও ঘষা আলুটুকু চোখের নিচে এবং চোখের পাতার উপরে ভালোভাবে লাগান । বিশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন, দেখবেন কয়েকদিনেই উল্লেখযোগ্য তফাৎ চোখে পরবে ।

• গ্রীন টি – টি ব্যাগ বিশেষ করে গ্রীন টি ব্যাগ খুব দ্রুত চোখের ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে । গ্রীন টি তে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের তলার ফোলা ভাব ও ডার্ক সার্কেল কমাতে খুবই সাহায্য করে । গরম জলে গ্রীন টি ভেজানোর পরে গ্রীন টি ব্যাগটি ঠান্ডা হতে দিন । ঠান্ডা হলে চোখের তলায় রেখে অপেক্ষা করুন ২০ মিনিট । এরপর তুলে ফেলুন । ধীরে ধীরে ডার্ক সার্কেল কমে যাবে ।

• টমেটো – ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বকের কালো জেদি দাগ দূর করতে টমেটোর জুড়ি নেই তাই ডার্ক সার্কেলের সমস্যায় টমেটো ব্যবহার করুন । টমেটোর রস বের করে চোখের উপরে ও চোখের চারপাশের এরিয়ায় ভালোভাবে লাগান । ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন । দেখবেন কয়েকদিনের ভেতরেই সুফল পাবেন ।

• শসা – শসার রস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুবই সাহায্য করে । শসা গ্রেট করে রস বের করে নিন । সেই রস চোখের উপরে এবং চোখের তলায় ভালোভাবে লাগান । চাইলে শসা পুরোটা ব্লেন্ড করে আইসকিউব বানিয়ে ব্যবহার করতে পারেন । এটা আরো বেশি ভালোভাবে কাজ করবে ।  

• অলিভ অয়েল – অলিভ অয়েল ত্বকের জন্য খুবই ভালো । এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে । সেই সাথে ত্বক নরম করে । রোজ দুই বেলা কয়েক ফোঁটা অলিভ অয়েল আঙুলের ডগায় নিয়ে চোখের চারপাশে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন । এরপর এটা তুলে ফেলার দরকার নেই, ওভাবেই চোখে রেখে ঘুমিয়ে যান, দেখবেন দ্রুত ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে । 

আশা করি আজকের ব্লগটি আপনাদের জন্য হেল্পফুল ছিল । এমন ডার্ক সার্কেলের সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে আমার লেখা ৫টি উপায়ের যেকোন একটি আপনি অন্তত নিয়মিত মেনে চলুন, আশা করি ডার্ক সার্কেলের সমস্যা আর থাকবে না । আর সেই সাথে দরকার প্রচুর পানি পান করার, সবুজ শাকসবজি খাওয়ার । ভালো থাকুন, সুস্থ থাকুন ।