ত্বকের যত্নে আমরা কত কি করি ! কিন্তু এসবের মাঝে সবথেকে বেশি ধাপটি এড়িয়ে যাই, বা জানিনা সেটা হচ্ছে টোনিং । টোনার ত্বকের ভেতরে জমে থাকা ময়লা গভীরভাবে দূর করে । ত্বককে পরিপূর্ণ সুরক্ষা দিতে টোনারের বিকল্প নেই । আজকে আমরা কথা বলব Cosrx Aha/Bha Clarifying Treatment Toner নিয়ে ।
Cosrx Aha/Bha Clarifying Treatment Toner কি ?
জেজু মিনারেলস, প্যানথেনল, গ্লাইকোলিক অ্যাসিড (AHA), বিটেইন স্যালিসাইলেট (BHA) সম্বলিত একটি কেমিক্যাল এক্সফোলিয়েটিং টোনার । এটি লো পিএইচ সম্বলিত এবং প্যারাবেন ফ্রি । ত্বককে মসৃণ করতে ও নরম করতে সাহায্য করে ।
এর উপকারিতা –
• এর AHA/BHA উপাদান ত্বকের ডেড সেলস দূর করে ।
• ত্বকের ময়েশ্চার লক করে দীর্ঘ সময় ধরে ত্বককে আর্দ্র রাখে ।
• এর জেজু মিনারেলস ত্বকের পুষ্টি যোগায় ।
• নিয়মিত ব্যবহারে ত্বকের ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যায় ।
• ত্বক মসৃণ করে ।
• ত্বক নরম করে তোলে ।
• ত্বককে রিফ্রেশমেন্ট দেয়, সুদিং অনুভব দেয় ।
• ত্বককে শুষ্ক করে তোলে না যা বেশিরভাগ টোনার করে ।
ব্যবহারবিধি –
• ভালো কোন ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন ।
• মুখ হালকা ভেজা থাকা অবস্থাতেই টোনার পরিমান মত নিয়ে অ্যাপ্লাই করে নিন ।
• ড্যাব ড্যাব করে মুখে চেপে লাগিয়ে অ্যাবজর্ব করে নিন ।
Cosrx Aha/Bha Clarifying Treatment Toner এর Price - Cosrx Aha/Bha Clarifying Treatment Toner এর বাজারমূল্য 1450 থেকে 1550 টাকা ।
আশা করি ত্বকের যত্ন আরো ভালোভাবে নিতে আজকের আর্টিকেলটি আপনাদের সাহায্য করবে । ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং যেকোন শপ থেকে ভুলভাল পণ্য না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারেন rumjumbd থেকে ।