সাজতে খুব ভালোবাসেন । আর সাজগোজের অন্যতম অংশ হচ্ছে ফাউন্ডেশন । কিন্তু ফাউন্ডেশন কিনতে গেলে আপনাকে অনেক সমস্যায় পরতে হয় ? বাজারে এত এত ফাউন্ডেশন কিন্তু বুঝতে পারছেন না আপনার শুষ্ক ত্বকের জন্য কোন ফাউন্ডেশন কিনবেন ? কোনটি কিনলে আপনার ত্বকের সাথে ম্যাচ করবে ? আজকে আমি আপনাদের জানাব আমার পছন্দের শুষ্ক ত্বকের বেইজ মেকআপে সেরা 5 ফাউন্ডেশন এর কথা, এতে করে শুষ্ক ত্বকের জন্য ফাউন্ডেশন বিষয় ধোঁয়াশা আশা করি কেটে যাবে । 

শুষ্ক ত্বকের বেইজ মেকআপে সেরা 5 ফাউন্ডেশন – 

১) Wet n Wild – সব সময় ব্যবহারের জন্য আমার পছন্দের সেরা একটা ফাউন্ডেশন হচ্ছে  Wet n Wild এর ফাউন্ডেশন । এটি দুইটি ফর্মুলায় পাওয়া যায়, একটি মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ফর্মুলা, আর একটি শুষ্ক ত্বকের জন্য ডিউই ফর্মূলা । এটা অত্যন্ত লাইটওয়েট একটি ফাউন্ডেশন । অক্সিডাইজ করে না এবং খুবই সুন্দর করে ত্বকের সাথে মিশে যায় । এটি 650 থেকে 700 টাকার ভেতর পাবেন । 

২) Milani Conceal + Perfect 2 In 1 Foundation – যারা একটু ভারী ফাউন্ডেশন ব্যবহার করে তাদের জন্য এই ফাউন্ডেশনটি অসাধারণ কাজ করে । এটার কনসেনটেন্সি এত ভালো যে আলাদা করে কনসিলার ব্যবহার করার প্রয়োজন পরে না । এটা তত্বকে সুন্দরভাবে মিশে যায় , অক্সিডাইস করে না । এটির মূল্য আছে 1100  থেকে 1200 টাকার ভেতরে । 

৩) Maybelline Fit Me Dewy & Smooth Foundation – রেগুলার বেসিসে ব্যবহার ছাড়াও যেকোন পার্টি লুকের ক্ষেত্রেও অনায়াসে  Maybelline Fit Me Dewy & Smooth Foundation টি ব্যবহার করতে পারবেন । অত্যন্ত লাইটওয়েট, ওয়াটারি টেক্সচারের ফাউন্ডেশন এটি । খুব সহজে ত্বকের সাথে মিশে যায়, একেবারেই ন্যাচারাল গ্লোয়ি একটি ইফেক্ট দেয় । মুখ কেকি বানিয়ে ফেলে না । এটির বাজামূল্য আছে 1200 থেকে 1400 টাকার ভেতর । 

৪) L.A Girl Pro HD illuminating foundation – মিডিয়াম রেঞ্জের ভেতর আর একটি ভালো ফাউন্ডেশন হচ্ছে L.A Girl Pro HD illuminating foundation । এটি একটু ভারী কভারেজ দেয় যার কারনে পরিমানে অল্প ব্যবহার করলেই পুরো মুখ কভার হয়ে যায় । দ্রুত ত্বকের সাথে মিশে যায়, অক্সিডাইস করেনা । 

৫) M.A.C Studio Fix Fluid - M.A.C Studio Fix Fluid এমন একটি ফাউন্ডেশন যা পৃথিবীর সব মেয়ের পছন্দ । অত্যন্ত হাই এন্ড ফিনিশিং দেয় , অক্সিডাইস করে না, সব ধরনের ত্বকে সমান ভাবে মানানসই । মুখ একদমই কেকি বানিয়ে ফেলে না, লাইটওয়েট । খুবই সুন্দর ভাবে ত্বকে মিশে যায় এবং এটির প্রায় ৬০ টি শেড আছে, কাজেই আপনার ত্বকের রঙ যাই হোক না কেন, আপনার জন্য সঠিক শেডটি এই ফাউন্ডেশন রেঞ্জের ভেতর অবশ্যই খুঁজে পাবেন আপনি । 

তাহলে এই তো, আমি জানিয়ে দিলাম আমার পাঁচটি পছন্দের সেরা ফাউন্ডেশন যেগুলি আমি নিজে ব্যবহার করি । আশা করি আজকের ফিচারটি আপনার দ্বিধা দূর করতে সাহায্য করবে । ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন ।