সাজগোজের অন্যতম অংশ হচ্ছে ফাউন্ডেশন । ফাউন্ডেশন ব্যবহার করে যেমন মেকআপ সুন্দর করে তোলা যায় তেমন ভুল শেডের ফাউন্ডেশনে আপনার মেকআপ খারাপ করার পাশাপাশি আপনাকে দেখতেও বিশ্রী লাগবে । তাই সঠিক শেডের ফাউন্ডেশন কিনতে পারাটা একটা চ্যালেঞ্জ । শুধু সঠিক শেডই না, ত্বক ভেদে এক একজনের প্রয়োজন এক এক ধরনের ফাউন্ডেশন, তাই সব দিক বিচার করে ফাউন্ডেশন কিনতে পারাটা খুবই কঠিন ।  এজন্য ভালোভাবে জানতে হবে ত্বকের ধরন, স্কিন আন্ডারটোন, কভারেজ ইত্যাদি সম্পর্কে । তাই আজকে আমি আপনাদের জানাব স্কিনটোন অনুযায়ী কিভাবে ফাউন্ডেশন শেড বাছাই করবেন?

কিভাবে ফাউন্ডেশন শেড বাছাই করবেন ?

স্কিনটোন অনুযায়ী সঠিক ফাউন্ডেশন শেড বাছাই করতে শুরুতেই আপনাকে জানতে হবে আপনার ত্বকের ধরন কি ? সবার ত্বক যেহেতু এক রকম না তাই সবার ত্বকে সব একই ধরনের ফাউন্ডেশন খাপ খাবে না । যার শুষ্ক ত্বক তার এমন ফাউন্ডেশন বাছাই করতে হবে যেটা ত্বকের আর্দ্রতা ধরে রাখবে, ডিউই ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন, এতে করে শুষ্ক ত্বকে মেকআপের পরেও মুখে গ্লোয়ি ভাব থাকবে । যদি আপনার অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক হয় তাহলে এমন ফাউন্ডেশন বাছাই করবেন যেটা অয়েল ফ্রি বা অয়েল কন্ট্রোল করে । আর যাদের কম্বিনেশন বা মিশ্র ত্বক তারা ক্রিম টু পাউডার বেইজড ফাউন্ডেশন ব্যবহার করুন । লিকুইড ফাউন্ডেশন ব্যবহার না করাই উচিত হবে ।

এছাড়াও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি মাথায় রাখতে হবে  –

স্কিন আন্ডারটোন –

ফাউন্ডেশন কেনার আগে সবার প্রথমে আপনাকে আপনার স্কিন আন্ডারটোন জানতে হবে । স্কিন আন্ডারটোন বোঝার কিছু সহজ উপায় আছে  –

১) প্রাকৃতিক আলোতে আপনার হাতের শিরা দেখার চেষ্টা করুন । যদি দেখেন আপনার হাতের শিরার রঙ নীল বা বেগুনী হয়, তাহলে আপনি কুল আন্ডারটোনের ।

২) যদি আপনার হাতের শিরার রঙ সবুজ ও অলিভ সবুজ রঙের হয় তাহলে আপনার ওয়ার্ম আন্ডারটোন । 

৩) যদি আপনি উপরে বর্ণিত একটি আন্ডারটোনের ভেতরেও না পরেন তাহলে আপনি নিউট্রাল আন্ডারটোন । 

এছাড়া সহজ আর একটা উপায় হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়ান । যদি দেখেন আপনাকে সোনার গহনায় মানাচ্ছে বেশি তাহলে আপনি ওয়ার্ম আন্ডারটোনের, যদি দেখেন আপনাকে রূপা বা সিলভার গহনায় বেশি মানাচ্ছে তাহলে আপনি কুল আন্ডারটোনের । আর যদি দুটোতেই আপনাকে ভাল লাগে, সমান ভাবে মানায় তাহলে আপনি নিউট্রাল আন্ডারটোনের ।  

কভারেজ – ফাউন্ডেশন কেনার সময় এটির কভারেজ দেখে কিনবেন । কেউ হালকা কভারেজ পছন্দ করে, কেউ ভারী কভারেজ পছন্দ করে, এটা যার যার ব্যক্তিগত পছন্দ । তবে ভালো ফাউন্ডেশনের বৈশিষ্ট হল এটা সুন্দরভাবে সহজেই ত্বকের সাথে একদম মিশে যাবে । যাদের ত্বকে তেমন দাগছোপ নেই তারা হালকা বা মাঝারি কভারেজের ফাউন্ডেশন বেছে নিতে পারেন । আর যাদের ত্বকের দাগ আছে, আনইভেন স্কিনটোন তারা একটু ভারী কভারেজের ফাউন্ডেশন বেছে নেবেন । 

প্যাচ টেস্ট  – ফাউন্ডেশন কেনার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সঠিক শেড মিলানো । আপনি যদি আপনার স্কিনটোনের সাথে মিল রেখে সঠিক শেডের ফাউন্ডেশন না কেনেন তাহলে যত ভাল করেই সাজুন না কেন আপনাকে দেখতে মোটেও ভালো লাগবে না । আমাদের দেশে সাধারণত হাতের উপর প্যাচ টেস্ট করা হয় । কিন্তু মুখের ত্বকের রঙের সাথে হাতের ত্বকের রঙ কখনোই এক হয় না । তাই ফাউন্ডেশন অবশ্যই গলা ও মুখের উপর লাগিয়ে দেখে কিনবেন । মনে রাখবেন, ফাউন্ডেশন মুখে লাগানো হয় নিজের ত্বকের যে রঙ সেটাকেই ঠিক রেখে আর একটু বেটার একটা লুকের জন্য । 

সবথেকে ভালো হয় যদি আপনি ফিজিক্যালি শপে গিয়ে কেনেন, তবে এখন চাইলে সহজে অনলাইনেও ফাউন্ডেশন কেনা যায় । যেমন আমি নিজেও অনলাইনে সঠিক শেডের ফাউন্ডেশন কিনতে পেরেছি । সেক্ষেত্রে আপনি কোন ইফেক্ট ছাড়া নিজের মুখের ছবি তুলে পেইজের ইনবক্সে পাঠালে ওরাই আপনাকে আপনার সঠিক শেড বলে দেবে । 

আপনি চাইলে সহজে ঘরে বসেও অনলাইনে অথেন্টিক প্রোডাক্ট পেতে পারেন সঠিক শেড rumjumbd.com থেকে ।