সাজগোজের ক্ষেত্রে মেয়েরা সবথেকে বেশি কোন দুইটা জিনিস ব্যবহার করে, এই প্রশ্ন যদি করা হয় একবাক্যে উত্তর আসবে লিপস্টিক আর আইলাইনার । প্রতিবারেই বাসা থেকে বের হবার সময় পুরোপুরি সাজগোজ করে বের হওয়া সম্ভব হয়না আবার অনেকেই আছে যে সাজতে পারে না তেমন সেও দেখা যাবে অন্ততপক্ষে আইলাইনার ব্যবহার করবেই । আজ আমি আপনাদের বলব আমার সবথেকে পছন্দের সেরা ৫ টি আইলাইনারের কথা । 

সেরা ৫ টি আইলাইনার ঃ

১) Lakme Insta-Liner Water Resistant Eyeliner – আপনি যদি কম বাজেটে ভাল কোন আইলাইনার চান তাহলে ল্যাকমি ইন্সটা লাইনারটা চোখ বন্ধ করে কিনতে পারেন । এটি খুবই লাইটওয়েট, ওয়াটারপ্রুফ একটি লাইনার । আর এটা দিয়ে সহজেই উইংড লাইন ও টানতে পারবেন । তবে বাজারে এটার অনেক নকল পাওয়া যায় কাজেই অথেন্টিক শপ থেকে কিনবেন । 

২) W7 Liquid Eyeliner Pot – এটা আপনাকে জেডব্লাক ম্যাট ফিনিশিং দেবে । ছোট্ট একটা পটে এটা প্যাকেজিং হয়ে আসে যার কারনে পার্সেলও ইজিলি ক্যারি করতে পারবেন । দাম কম হলেও এটার পিগমেন্টেশন খুবই ভালো । আর যারা ইতোমধ্যে এটা ব্যবহার করেছেন তারা তো জানেনই এটা কত ভাল একটা আইলাইনার ।

৩) Imagic Waterproof Gel Eyeliner Pen – অত্যন্ত ক্রিমি বেইজড জেল আইলাইনার এটা । এটার সবথেকে বড় সুবিধা এটা চোখের ওয়াটারলাইন আর আইলিড দুই জায়গাতেই ব্যবহার করতে পারবেন খুব সহজে এবং এটা ওয়াটারপ্রুফ । এই আইলাইনার দিয়ে চোখে ড্র করার সামান্য সময় পরেই এটা শুকিয়ে, রাব করলেও সহজে ওঠে না । একেবারেই কম প্রাইসের ভেতর এটা একটা সেরা বাজেট ফ্রেন্ডলি আইলাইনার । 

৪) Technic Liquid Eyeliner Black Water Resistant – বাজেটফ্রেন্ডলি আর একটা সেরা আইলাইনার হচ্ছে টেকনিকের আইলাইনার । এটার চিকন ব্রাশ অ্যাপ্লিকেটরের মাধ্যমে আপনি খুব সুন্দর করে উইং ড্র করতে পারবেন । 

৫) flormar midnight matte eyeliner - এটা খুব ডিপ ব্ল্যাক একটা আইলাইনার । ব্যবহার করার পরে খুবই দ্রুত শুকায় এবং মাট ফিনিশিং লুক দেয় । এটার অ্যাপ্লিকেটরটা খুব থিন হবার কারনে উইং ড্র করতে পারা যায় খুব সহজেই । 

একটি পিগমেন্টেড ভাল আইলাইনার থাকলে সহজেই আপনি চোখের সাজে আকর্ষণীয় লুক আনতে পারেন । তাহলে এই তো, আমি জানালাম আমার পছন্দের সেরা ৫ টি আইলাইনার এর কথা । আর নকল পণ্য না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনতে ভিজিট করুন rumjumbd তে ।