মিথিলা আর প্রমিতি একই সাথে সুপারশপে গেছে শপিং করতে । মিথিলা বেশ ফর্সা, পছন্দসই একটা লাল লিপস্টিক কেনে । প্রমিতি শ্যামলা, বান্ধবীর দেখাদেখি সেও ভালো লাগা থেকে একই শেড কিনে বাসায় ফেরে । কিন্তু বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে শেডটাতে মিথিলাকে এত ভালো মানিয়েছিল সেই একই শেডে তাকে মানাচ্ছে না, বরং আরো দেখতে খারাপ লাগছে । লিপস্টিক বাছাইয়ের ক্ষেত্রে এমন সমস্যায় পরেন অনেকেই । দেখা যায় খুব পছন্দ করে একটা লিপস্টিক শেড কিনেছেন কিন্তু পরার পরে দেখলেন মানাচ্ছে না আপনাকে । তাই আজ আমি আপনাদের বলব এমন সেরা পাঁচ লিপস্টিক এর কথা যেগুলো সব স্কিনটোন এর মেয়েরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন । 

স্কিনটোন অনুযায়ী লিপস্টিক?

আগে মেয়েরা লিপস্টিক পরত জামা বা শাড়ির সাথে ম্যাচ করে । কিন্তু বর্তমানে ফ্যাশন দুনিয়া বলছে ভিন্ন কথা । বর্তমানে গায়ের জামার সাথে না বরং স্কিনটোন আর ঠোটের ধরন অনুয়ায়ী বাছাই করা হয় লিপস্টিক । সেক্ষেত্রে আগে আপনাকে জানতে হবে আপনার স্কিনটোন কি? কিভাবে বুঝবেন আপনি কোন স্কিনটোনের অধিকারী? 

সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়ান । সোনার একটা কানের দুল পরুন এক কানে, অন্য কানে রূপার কোন দুল । যদি দেখেন আপনাকে সোনার গয়নায় অর্থাৎ ওয়ার্ম কালারে মানাচ্ছে তাহলে আপনার ওয়ার্ম স্কিনটোন, আর যদি রূপা বা সিলভার কালারে বেশি মানাচ্ছে তাহলে আপনি কুল টোন । আর যদি দুটোতেই মানায় তাহলে আপনার নিউট্রাল আন্ডার স্কিন টোন ।  

স্কিনটোন তো বুঝলাম, কিন্তু এর বাইরেও এমন কিছু লিপস্টিক শেড আছে যা ফর্সা, শ্যামলা সবাইকে সমান ভাবে মানাবে । চলুন যেনে নেওয়া যাক সেই শেডগুলি । 

সব স্কিন টোনের জন্য সেরা পাঁচ লিপস্টিক

১) Wet n Wild ( Give Me Mocha ) – ওয়েট এন্ড ওয়াইল্ডের গিভ মি মকা এমন একটি শেড যে, যে কাউকে পরলে এটা মানাবে । আপনি ফর্সা হন, শ্যামলা হন বা একেবারেই কালো, যেকোন স্কিনটোনে এই শেডটি চমৎকার মানাবে । এই শেডটি এমনই যে শুধু স্কিনটোন না, যেকোন লুকের সাথে, যেকোন পোশাকের সাথে মানিয়ে যায় । পাশাপাশি এটি অত্যন্ত লাইটওয়েট একটি লিপস্টিক, ঠোঁটকে ভারী অনুভব করায় না । 

২) Wet n Wild ( Berry Recognize ) – ওয়েট এন্ড ওয়াইল্ডের আর একটি শেড হচ্ছে বেরি রিকোনাইজ । এটাও ফর্সা থেকে শ্যামলা, কুল থেকে ওয়ার্ম, নিউট্রাল সব স্কিনটোনের মেয়েরাই ব্যবহার করতে পারবেন । 

৩) Milani ( 12 loved ) - পিঙ্কিশ মভ একটা শেড এটি । মিলানির লিপস্টিক যারা ব্যবহার করেছেন ইতোমধ্যে তারা তো জানেনই এটা কত ভাল । সব ধরনের স্কিনের সাথে সুন্দর মানিয়ে যায় এটি। 

৪) Imagic ( Toffe ) -  আইম্যাজিকের টফি আর একটি সেরা লিপস্টিক যেটা সব মেয়েরা পরতে পারবেন । ব্রাউন ন্যুড একটি শেড এটা । মোটামুটি কম দামের ভেতর এটা বেশ ভালো । 

৫) Focallure Waterproof  Matte liquid Lipstick  ( Persian Plum 05) – খুব মিষ্টি একটা পিংক শেড এটা । যেকোন স্কিনটোনের পাশাপাশি যে কোন লুকের সাথে দারুন মানাবে এবং এটা বেশ লাইটওয়েট, লং লাস্টিং । 

লিপস্টিক নিয়ে বিভ্রান্তির মুখোমুখি আর যাতে না হতে হয় সেক্ষেত্রে আশা করি আজকের আর্টিকেলটি আপনার কাজে আসবে । তবে বিভিন্ন শপ থেকে ভুলভাল প্রোডাক্ট না কিনে অথেন্টিক প্রোডাক্ট কিনবেন । খুব সহজেই ঘরে বসে অরিজিনাল প্রোডাক্ট পেতে অর্ডার করতে পারেন rumjumbd তে ।