রাত পোহালেই অফিস কিংবা ইম্পর্ট্যান্ট ক্লাস ? সাজগোজ করার মত যথেষ্ট সময় নেই, আবার একটু প্রেজেন্ট্যাবল হয়েও যেতে হবে ! এই সমস্যাতে পরি আমরা বেশিভাগ মেয়েই । ঘুম থেকে উঠেই আমাদের তাড়া থাকে ক্লাসে যাবার, অফিসে যাবার, কিন্তু মেকআপ করার জন্য যে লম্বা সময় প্রয়োজন সেই সময়টা আমাদের থাকে না ।

তাই আজ আমরা জানব কিভাবে খুব কম প্রোডাক্ট ব্যবহার করে খুব দ্রুত সাজগোজও করা যায় আবার সময় ও বাঁচে – 

অ্যালোভেরা – প্রাইমারের বদলে অ্যালোভেরা জেল ব্যবহার করুন, এটা প্রাইমার হিসাবেও কাজ করবে, আবার স্কিনকে হাইড্রেশন দেবে, সেই সাথে রিফ্রেশ অনুভব করবেন সারাদিন । 

পাউডার ফাউন্ডেশন/ কম্প্যাক্ট পাউডার – যেহেতু চটজলদি তৈরী হবেন কাজেই লিকুইড ফাউন্ডেশন ব্যবহার না করে পাউডার ফাউন্ডেশন ইউজ করতে পারেন অথবা কম্প্যাক্ট পাউডার

লিপস্টিক – এমন লিপস্টিক ব্যবহার করুন যেটা ব্লাশ হিসাবেও ব্যবহার করা যাবে । অফিস বা ভার্সিটির জন্য পিচি পিংক, কোরাল পিংক, টফি, ন্যুড ব্রাউন এসব কালার বেছে নিন ।  

আইলাইনার - মাসকারা – তাড়াহুরোর সময় লিকুইড আইলাইনার ব্যবহার করা সবথেকে বেশি কঠিন । সেক্ষেত্রে পেন্সিল আইলাইনার ব্যবহার করতে পারেন, এরপর মাসকারা লাগিয়ে নিন । দেখবেন লুকটাই বদলে গেছে । 

আইব্রো – খুব দ্রুত আইব্রো করে নিন পেন্সিল আইব্রোর সাহায্যে । এতে করে সময় বাঁচবে ।

এইতো হয়ে গেল চটজলদি মেকআপ । অ্যালোভেরা জেল থেকে আইব্রো অব্ধি সব স্টেপই জেনে নিলেন । এই সব অরিজিনাল বিউটি প্রোডাক্টই খুব সহজে অনলাইনে রুমঝুমবিডি থেকে কিনতে পারবেন ।